শতভাগ উৎসব ভাতার আওতায় এমপিওভুক্ত শিক্ষকরা


প্রকৌশল প্রতিবেদক :
শতভাগ উৎসব ভাতার আওতায় এমপিওভুক্ত শিক্ষকরা

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৈষম্য দূর করতে যাচ্ছে সরকার। সেই লক্ষেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা এখন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই দুই ঈদের বোনাস বা উৎসবে শতভাগ ভাতা পাবেন।

সম্প্রতি এমন বিধান রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার।

সম্প্রতি স্বাক্ষরিত নীতিমালাটি  প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নীতিমালার ১১.৭ ধারায় বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতন/বোনাসের নির্ধারিত অংশ/উৎসব ভাতার নির্ধারিত অংশ সরকারের ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল/সরকার নির্ধারিত সর্বশেষ জাতীয় বেতন স্কেলের সঙ্গে অথবা সরকারের নির্দেশনার সঙ্গে মিল রেখে করতে হবে।’

সর্বশেষ ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেসরকারি শিক্ষকরা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সমান বোনাস পাওয়ার কথা থাকলেও বেসরকারি শিক্ষকরা বোনাস পেতেন ২৫ শতাংশ আর কর্মচারীরা বোনাস পেতেন ৫০ শতাংশ।